বাবুল আকতার, খুলনা ব্যুরো: পাঁচ মাস ১০ দিন পর আগামীকাল ২৯ জুলাই মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে।
২৮ জুলাই সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি সোমবার সকাল থেকে তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে।
কুয়েটের বর্তমান পরিস্থিতি নিয়ে গেল দুই দিন ধরে নবনিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, হল কমিটি, শিক্ষক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(কুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দ্রুত শিক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম চালুর লক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর এর সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কমিটির উন্মুক্ত সভায় কুয়েটের ক্লাশ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কুয়েটের নব উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ড,মোহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াস আকতার, কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, কন্ট্রোলার আবু তৈয়েবুর রহমান, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মীর কায়সার আলী, জামায়াতে ইসলামী খানজাহান আলী থানার আমীর মোশারফ আনছারী, সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, স্থানীয় জনপ্রতিনিধি জি এম এনামুল কবির, ব্যাংকার সৈয়দ আশরাফ আলী, মো. জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে শুক্রবার প্রতিষ্ঠানটিতে যোগ দেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। শুক্রবার বিকেলেই তিনি কুয়েট ক্যাম্পাসে এসে সবকিছু ঘুরে দেখেন। এরপর সন্ধ্যায় দায়িত্ব নিয়ে শনিবার অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তবে রোববার থেকে তিনি অফিশিয়ালি কার্যক্রম শুরু করেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, দফায় দফায় সভাশেষে সবার সঙ্গেই নবনিযুক্ত ভিসির ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে মঙ্গলবার কুয়েটের ক্লাস শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চলমান আন্দোলন কর্মসূচি সোমবার সকাল থেকে তিন সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ। পরে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন। ছাত্রদের আন্দোলনের দাবির মুখে কুয়েটের তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের হাতে কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগে ৪ মে আন্দোলনে যান শিক্ষকরা। ১ মে অন্তবর্তীকালীন ভিসি নিয়োগ দেয়া হলে তিনিও ২২ মে পদত্যাগ করেন। এভাবে দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available