স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে ইনসি সিমেন্ট কোম্পানিতে ট্রলারে সিমেন্ট লোড করার সময় ডলফিন বেল ছিঁড়ে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে রাকিব (২০) নামে এক আনলোড শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৬ জুলাই শনিবার বেলা ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ ইনসি সিমেন্ট কোম্পানিতে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রাকিব বরগুনা জেলার আমতলী থানার পাতাকাটা এলাকার শাহজাহান মল্লিক মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত শ্রমিকের চাচা গণমাধ্যমকে জানান, হাসনাবাদ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের সিমেন্ট নেওয়ার জন্য রওজা মদিনা নামক একটি ট্রলার ইনসি সিমেন্ট কোম্পানিতে আসে। ট্রলারে সিমেন্ট লোড করার সময় ডলফিন বেল ছিঁড়ে যায় এবং সিমেন্টের বস্তাগুলো রাকিবের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available