• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:০৩:৩১ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:০৩:৩১ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদু সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ

৩১ মে ২০২৩ দুপুর ০২:১৫:১৩

লংগদু সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ৩১ মে বুধবার জোনের অন্তর্গত ভুঁইয়াপাড়া এলাকায় এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী এই ক্যাম্পে ৩ শতাধিক চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায় পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে এ চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে ঔষুধ বিতরণের পাশাপাশি ব্লাড প্রেসার এবং ডায়বেটিস টেস্ট করা হয়।

লংগদুর জোন কমান্ডার লে. কর্ণেল হিমেল মিয়ার (পিএসসি) দিক নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা আক্তার এনির নেতৃত্বে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে লংগদু জোনের এ সকল কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। লংগদু উপজেলার জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য লংগদু জোন সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

খুব শীঘ্রই জোন কর্তৃক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় আরও বড় পরিসরে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানায় লংগদু জোন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালাইয়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
২৯ মার্চ ২০২৪ দুপুর ০১:৫৫:৩২