• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই আষাঢ় ১৪৩২ রাত ১১:৩৮:৪৬ (27-Jun-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই আষাঢ় ১৪৩২ রাত ১১:৩৮:৪৬ (27-Jun-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সোনারগাঁয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৭ জুন ২০২৫ বিকাল ০৪:৫৮:১৭

সোনারগাঁয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ বিষাক্ত সাপের কামড়ে মো. শাকিল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২৬ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে এ ঘটনা।

নিহত মো. শাকিল নীলকান্দা রূপনগর গ্রামের বাসিন্দা মুসা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে আহত অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সাপ কামড় দেওয়ার বিষয়টি বুঝতে পেরে তারা ওই যুবকের পায়ে রশি দিয়ে বেঁধে দেন। পরবর্তীতে এক স্থানীয় কবিরাজের পরামর্শে বাঁধন খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপর তার শরীরে জ্বালাপোড়া শুরু হয়। পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ