• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০৯:২৫ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০৯:২৫ (14-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাসাইলে গরু খামারিদের সচেতনতামূলক সভা

৩০ মে ২০২৩ বিকাল ০৩:৪৭:৪১

বাসাইলে গরু খামারিদের সচেতনতামূলক সভা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরি প্রতিরোধে গরুর খামারী ও ব্যবস্যায়ীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ। ৩০ মে মঙ্গলবার সকাল ১১ টায় বাসাইল থানার আয়োজনে থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহমেদ, বাসাইল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার, বাসাইল রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার প্রায় শতাধিক খামারি অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরেন বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি খামারীদের উদ্দেশ্য বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মুল চালিকাশক্তি হলো গরু। একটি গরু বা খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না। দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন। এই গরু গুলো চুরি হলে ঐ কৃষক বা খামারি সর্বস্বান্ত হয়ে যায়। তিনি আরও বলেন, যারা গরু চুরি করবে বা গরু  চুরিতে সহযোগীতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭