• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৩৭:২২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৩৭:২২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

২৮ মে ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:০৭

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ও মাঠকর্মীর বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৮ মে রোববার বেলা ১১ টায় রামপাল প্রেসক্লাবে ভুক্তভোগী গ্রাহকরা সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সস্মেলনে জানা যায়, গ্রামীণ ব্যাংক রামপাল শাখার সাবেক ব্যাবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান ও মাঠ কর্মী তামজিদ মোল্লা গত ৭-৮ মাস আগে পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের গ্রাহক আকলিমা বেগম, দুলালী বেগম, মুনজিরা বেগম, আনজুয়ারা বেগম ও সুফিয়া বেগমের নামে বিভিন্ন সময়ে বিপুল অংকের টাকা ঋণ উত্তোলন করে তা আত্মসাত করেছেন। অভিযোগে তারা আরও জানান, এ ঘটনায় সাবেক মাঠ কর্মী তামজিদ মোল্লা কে সহযোগীতা করেছেন সাবেক শাখা ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান। নতুন ব্যাবস্থাপক রফিকু্ল ইসলাম দায়িত্ব নেওয়ার পরে ঋণ গ্রহিতাদের কাছে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় ভুক্তভোগী গ্রাহকগণ দাবী করেন তারা পূর্বের ঋণ পরিশোধ করেছেন। কিন্তু নতুন করে তো কোন ঋণ নেননি। এর পরেও কি করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করা হলো সেটি তারা বুঝতে পারছেন না। তারা আরো দাবি করেন, নতুন পাশ বই তৈরী করে ছবি ও স্বাক্ষর ছাড়া ওই বিপুল পরিমান টাকা উত্তোলন করা হয়েছে। নতুন পাশ বইতে আবার কিস্তির টাকা আদায়ও দেখিয়েছেন তামজিদ মোল্লা। এছাড়া নতুন ব্যাবস্থাপক রফিকু্ল ইসলাম তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন। ভুক্তভোগীরা এ অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকার্শন করাসহ প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন।

এ বিষয়ে সাবেক শাখা ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে জানান, আমার সময়ে কোন অনিয়ম হযনি। নতুন শাথা ব্যাবস্থাপক রফিকু্ল ইসলামের দৃষ্টি আকার্শন করা হলে তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে কোন অনিয়ম হয়নি। অভিযুক্ত তামজিদের বিরুদ্ধে রামপাল থানায় একটি জিডি করা হয়েছে। কেন্দ্রীয় অডিট করানো হয়েছে। তার বিরুদ্ধে কোন অনিয়ম ও টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৫ জন গ্রাহক উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯