• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:১০:৫৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:১০:৫৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

২৭ মে ২০২৩ সকাল ১০:৪৪:০৬

সিলেটে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সিলেট প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটে অঞ্চল, সিলেট কতৃক ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

২৫মে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীর পারসহ ডিএই’র অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, সিলেট অঞ্চলে রবি ও খরিপ মৌসুমে আবাদি ও অনাবাদি পতিত জমিতে রাজস্বখাতে অর্থায়নে বারি ও ব্রি এর নতুন নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতসমূহ সম্প্রসারণ মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করতে হবে। অল্প জমিতে সুপরিকল্পিত পরিকল্পনা প্রনয়ন করে কৃষির সার্বিক উৎপাদন বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে গত বছরে সারাদেশে সরিষার আবাদ দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। মানব শরীরের জন্য সরিষার তেল উপকারী, তাই সবাইকে সরিষার তেল খাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিএই, সিলেট অঞ্চল, সিলেটের উপ পরিচালক কৃষিবিদ কাজী মোহাম্মদ মজিবুর রহমান, ব্রি, নাগুড়া. হবিগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রার্থ সারথী বিশ্বাস। উপস্থিত ছিলেন,আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. রকিব উদ্দিন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫







কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫