• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৭:১২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৭:১২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৯

২৬ মে ২০২৩ দুপুর ০২:৩১:৪৪

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৯

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের কলেজ রোড এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে বহনকারি প্রাইভেট কারের পেছনের কাঁচ ভেঙ্গে গেছে। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টা-পাল্টি অভিযোগ করছে।

২৬ মে শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষে ৯ জন আহত হয়েছেন ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমানকে গাড়িবহর  নিয়ে আসার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের গাড়িতেও হামলা চালানো হয়। হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানিয়েছেন, বিএনপি-জামাতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেয়। এ সময় গাড়িবহর থেকে কার্যালয়ে বিএনপির উচ্ছৃংখল নেতাকর্মীরা উস্কানিমূলকভাবে ইট-পাটকেল ছুঁড়তে থাকলে ধাওয়া-পাল্টা দাওয়া হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগের চারজন আহত হয়েছেন।

এদিকে, বিএনপির কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরেই জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ পাল্টা-পাল্টি কর্মসূচি পালন করছে।

পুলিশ সুপার নাইমুল হক জানান,  পুলিশ অত্যন্ত সতর্কতার সাথেই দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পলাশে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫২:৫৮