মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রসমাজ।
৯ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শহীদ রফিক সড়কের রফিক চত্বরে ছাত্রসমাজের উদ্যোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একটি মশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রফিক চত্বরে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
তারা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জনগণের বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এর জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয়। অনতিবিলম্বে তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান বিক্ষোভকারীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশবাসী আজ গণতন্ত্র ও ন্যায়বিচার চায়। শেখ হাসিনার দুঃশাসনের বিচার এবং আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর জুলুম চালাতে না পারে।
এদিকে, ছাত্রসমাজের এই কর্মসূচি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available