• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২৩ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২৩ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ আটক ২

৮ মে ২০২৫ দুপুর ০২:৫৮:১০

পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ আটক ২

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম ও হেলপার হাসান প্রামানিককে আটক করেছে পুলিশ।

৭ মে বুধবার সন্ধ্যায় উপজেলার চরসিন্দুর ইউনিয়ন সেতুর টোলপ্লাজার পাশ থেকে এই বিপুল পরিমাণ পলিথিন ব্যাগসহ ট্রাকটি জব্দ করা হয়।

আটক মাইনুল ইসলাম বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে ও হাসান প্রামানিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুইজনকে আটক করা হয়।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, আটকরা অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ