• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩৪:১২ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩৪:১২ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটি পাচারকালে বন্যপ্রাণী উদ্ধার: আটক ২

২৪ মে ২০২৩ রাত ১০:১৮:২৪

রাঙামাটি পাচারকালে বন্যপ্রাণী উদ্ধার: আটক ২

আলমগীর মানিক, রাঙামাটি: পাহাড়ের বিলুপ্ত বন্যপ্রানী পাচার করছে স্থানীয় একটি চক্র। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত পাহাড়ের বনাঞ্চল থেকে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচার করে আসছে এ চক্রটি। দূর্গম পাহাড়ি এলাকার স্থানীয় উপজাতীয়দের একটি চক্র বন-জঙ্গল থেকে এসব বন্যপ্রাণী সংগ্রহ করে রাঙামাটি শহরাঞ্চলে নিয়ে আসে। এখানে বিদ্যমান পাহাড়ি-বাঙ্গালী আরেকটি চক্রের সহায়তায় সমতলের বিভিন্ন স্থানে এসব বিলুপ্ত বন্যপ্রাণী পাচার করা হয়।

২৪ মে বুধবার এ ধরনের একটি চক্রের ২ সদস্যকে হাতেনাতে আটক করেছে কোতয়ালী থানার মানিকছড়ি ফাঁড়ি পুলিশ।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে কর্তব্যরত পুলিশ সদস্যদের আদেশ অমান্য করে মোটরসাইকেল আরোহী ৩ জন আদিবাসী পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। এসময় ১ জন পালিয়ে গেলেও অপর ২ আরোহীকে পুলিশ আটক করে। এরা হলেন, সুইনংমং মারমা (৫০)। এবং প্রিয়ময় চাকমা(৪০)

আটককদের কাছ থেকে ১ টি মোটর সাইকেল ও ব্যাগে ভর্তি বিলুপ্ত প্রজাতির ৭ টি তক্ষক উদ্ধার করা হয়। পরে তক্ষকগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন।

পুলিশ জানিয়েছে, আটকরা রাঙামাটি শহরের বনরূপা এলাকা থেকে এই বিলুপ্ত প্রজাতির ৭ টি তক্ষক কিনে এনেছেন।

এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন জানিয়েছেন, বন্যপ্রানী পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটকদের  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী পাচারসহ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে স্থানীয় সচেতনমহল পুলিশকে সহযোগিতা করলে এ ধরনের কর্মকান্ড কমে আসবে এবং অপরাধীরাও আইনের আওতায় আসবে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীদের নাম-পরিচয় গোপন রাখা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ