• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৪৭:৩৩ (07-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৪৭:৩৩ (07-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে হেলে পড়েছে চারতলা ভবন, বড় দুর্ঘটনার আশঙ্কা

৬ মে ২০২৫ রাত ০৯:১৭:৪০

কালিয়াকৈরে হেলে পড়েছে চারতলা ভবন, বড় দুর্ঘটনার আশঙ্কা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি চারতলা ভবন পাশের আরেকটি চারতলা ভবনের ওপর হেলে পড়েছে। এতে ভবনধসের আশঙ্কা দেখা দিয়েছে, যা প্রাণহানিসহ বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, সফিপুর মৌজার ৪২১ নম্বর খতিয়ানে, ৫৬৩ নম্বর দাগে ৫ শতাংশ জমির ওপর প্রথমে দুইতলা ভবন নির্মাণ করা হয়, যার নাম রাখা হয় মা মঞ্জিল ২০১০ সালে টাঙ্গাইলের মির্জাপুরের রাশেদ নামের এক ব্যক্তি ভবনটি ক্রয় করেন পরে অনুমোদন ছাড়াই অতিরিক্ত দুটি তলা নির্মাণ করেন বলে স্থানীয়দের অভিযোগ।

গত কয়েক মাস ধরে ভবনটি পাশের বাবুল সরকার নামের এক ব্যক্তির চারতলা ভবনের দিকে হেলে পড়ছে। বিষয়টি রাশেদকে একাধিকবার জানালেও তিনি কর্ণপাত করছেন না বলে অভিযোগ করেছেন বাবুল সরকার। এতে করে পাশের ভবনবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বাবুল সরকার বলেন, রাশেদ অনুমোদনহীনভাবে ভবনের ওপর অতিরিক্ত তলা নির্মাণ করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছেন। ভবনটি এখন আমার ভবনের ওপর হেলে পড়েছে। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

অভিযোগ অস্বীকার করে মা মঞ্জিল ভবনের মালিক রাশেদ বলেন, আমি ভবনটি বাবুল সরকারের কাছ থেকেই কিনি যথাযথ অনুমোদন নিয়ে অতিরিক্ত দুইতলা নির্মাণ করি। ভবনটি এখন পাশের ভবনের দিকে কিছুটা হেলে গেলেও তা কেটে ফেলা হয়েছে, এটি ঝুঁকিপূর্ণ নয়।

কালিয়াকৈর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কাউসার আহাম্মেদ বলেন, যে-সব বহুতল ভবনের অনুমোদন নেই, তাদেরকে অপসারণের জন্য নোটিশ দেওয়া হবে। যদি মালিক নিজে ব্যবস্থা না নেয়, তাহলে পৌরসভা  নিজ উদ্যোগে অপসারণ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ