মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুরিয়া ও খরমপুর মাঠের মধ্যবর্তী সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
৩ মে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে ৩টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত দল পথচারীদের গতিরোধ করে অস্ত্রের মুখে লুটপাট চালায়। তারা এক বেকারি ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং সাইকেল আরোহীকে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় একটি মোটরসাইকেল তাদের ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা তিনটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণের পর এলাকাবাসীরা এগিয়ে আসলে ডাকাতের দল পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ঘটনার পরপরই অনেকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইলের সরকারি মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available