• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:২৩:৪৮ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:২৩:৪৮ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুরে কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

২৪ মে ২০২৩ বিকাল ০৩:২৯:১৫

মধুপুরে কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার উপজেলার গারো পল্লীর অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে কারিতাসের আলোক-৩ প্রকল্প।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রসাশক নাফিসা আক্তার ।  সভাপতিত্ব  করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চল আর ডি অপূর্ব রাফায়েল ম্রং।

এসময় উপস্থিত ছিলেন অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহিম, জলছত্র ধর্মপল্লীর পাল পুরোহিত ফা. সুবাস কস্তা সিএসসি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, জিএমএডিসির সভাপতি  অজয় এ মৃ, থাংআনী কোওপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মার্টিন মৃ,  জলছএ কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা কস্তা সিএসসি ও  কারিতাস আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম প্রমুখ।

কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলায় ১৭ টি স্টল বসে ছিল। কারিতাসের নারী-পুরুষ কৃষক দল স্টল প্রদর্শন করেন। স্টল প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে চুনিয়া পুরুষ দল। দ্বিতীয় হয়েছে  কাইলাকুড়ি নারী কৃষক দল। আর তৃতীয় হয়েছে আইএফএস আইসিটি কৃষাণী দল।

পরে পুরুষ্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিনজন কৃষককে কৃষি সহায়তা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ