• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৫৬:৪১ (03-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৫৬:৪১ (03-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইসলামী আন্দোলনের উদ্যোগে শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে পাদুকা বিতরণ

২ মে ২০২৫ সকাল ১১:৩২:০৫

ইসলামী আন্দোলনের উদ্যোগে শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে পাদুকা বিতরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে ১ কোটি ২৫ লাখ টাকার কর্মসূচির অংশ হিসেবে ২২ হাজার জোড়া পাদুকা বিতরণ চলমান থাকবে।

১ মে বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চাঁদপুর বাঘে ইব্রাহিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণ। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ। এছাড়াও আন্দোলন নেতা শফিকুর রহমান, যুব আন্দোলন নেতা হাবিবুর রহমান, আন্দোলন নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুব আন্দোলন নেতা হেদায়েতুল্লাহ প্রমুখ।

উপজেলার ভাটরা ইউনিয়নের উত্তর ভাটরা নান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাউরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপহারস্বরূপ পাদুকা বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল হোসাইন রহমান ও উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক সাধারণ হোসাইন, ইউনিয়ন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেখপুরা নিচহরা আওতাধীন শেখপুরা নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ সহ ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন খান, সেক্রেটারি ফখরুল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজক সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২২ হাজার জোড়া পাদুকা বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাদুকা পৌঁছে দেওয়া হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলেন, এই উপহার শিশুদের স্কুলমুখী করতে উৎসাহ যোগাবে এবং দরিদ্র পরিবারের জন্য তা বিশেষ সহায়ক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ