• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:৫৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:৫৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে এখনও ঘূর্ণিঝড় ‘মোখা’র তেমন কোনো প্রভাব পড়েনি

১৪ মে ২০২৩ সকাল ১১:২৫:৫৮

বরিশালে এখনও ঘূর্ণিঝড় ‘মোখা’র তেমন কোনো প্রভাব পড়েনি

ফিরোজ মোস্তফা ,বরিশাল ব্যুরো: বরিশালে এখনও তেমন কোনো প্রভাব পড়েনি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র । তবে গত দুই দিন ধরেই বরিশালের আকাশ মেঘলা ও গুমটে ভাব বিরাজ করছে। ১৪ মে রোববার সকালে বরিশাল আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম  বলেন, মোখা'র প্রভাব এখনও বরিশালে পড়েনি। তবে এর প্রভাবে বেলা সাড়ে ১২টা নাগাদ বরিশাল শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া খেপুপাড়া, পটুয়াখালী অঞ্চলে ১১টা থেকে হালকা বাতাসসহ বৃষ্টি শুরু হতে পারে।

এদিকে বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছোট বড় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বরিশাল সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, নৌ-পুলিশের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাদের পক্ষ থেকে প্রতিটি স্থানে মাইকিংয়ের মাধ্যমে মাছ ধরার নৌকা, যাত্রীবাহী ট্রলারসহ সকলকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, ৫৪১টি আশ্রয়ন কেন্দ্র, ৮৯৯ মেট্রিক টন চাল, ৯ লাখ নগদ টাকা, ৫ হাজার কম্বল, ১৩ বান্ডিল টিন, দুই হাজার স্বেচ্ছাসেবক, ১১টি কন্ট্রোল রুম, ১১টি মেডিকেল টিম এবং সহযোগী ২০টি বেসরকারি সংস্থা প্রস্তুত রাখা হয়েছে। 
৫৪১টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার ৫ শ মানুষ এবং ৫০ হাজার গবাদিপশু আশ্রয় নিতে পারবে বলে জানান জেলা প্রশাসক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ