• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:২৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:২৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজনগরে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার কাঠ জব্দ

৯ মে ২০২৩ সকাল ১১:০৩:৪৮

রাজনগরে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার কাঠ জব্দ

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি জোনের বিশেষ অভিযানে ৬ লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

৮ এপ্রিল সোমবার রাজনগর ব্যাটালিয়ন-৩৭ বিজিবি জোনের কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম বেলা ১২ টায় অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করেন।

জানা যায়, লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে জোন সদর হতে ৪০ জন, সর্বাতলী বিজিবি ক্যাম্প হতে ১০ জন, চরুয়াখালী বিজিবি ক্যাম্প হতে ১০ জন সদস্যসহ সর্বমোট ৬০ জন সদস্যের একটি বিশেষ টহল দল এবং পাবলাখালী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আবু হোসাইন খানসহ ৫ জন পুলিশ সদস্যসের সমন্বয়ে চরুয়াখালী ও সর্বাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চরুয়াখালী কমিউনিটি ক্লিনিক নামক স্থান হতে আনুমানিক ২১৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয় । পরবর্তীতে সর্বাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার তালুকদারপাড়া নামক অপর স্থানে অভিযান পরিচালনার করে আনুমানিক আরও ১১২ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়।

বিশেষ অভিযানে দুই স্থান হতে সর্বমোট আনুমানিক ৩৩০ সিএফটি সেগুন গোলকাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। গোলকাঠ পাবলাখালি ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ