• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩১ রাত ০৩:১০:১৩ (15-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩১ রাত ০৩:১০:১৩ (15-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার শুভংকর গ্রেফতার

২৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:২৩

নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার শুভংকর গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে শুভংকর নামের এক ডাকাত সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বাস্তকাঠী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৫/৭ জনের এক দল ডাকাত।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে ধরে ফেলেন। পরবর্তীতে থানায় সংবাদ দিলে পুলিশ ডাকাত সরদারকে থানায় নিয়ে আসে। ডাকাত সর্দার শুভংকর চক্রবর্তী বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের সুশান্ত চক্রবর্তীর ছেলে। পুলিশ তার বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে গভীর রাতে উপজেলার কুড়িয়ানা ও বাস্তকাঠী এলাকার বিভিন্ন বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুভংকর প্রতিদিনের ন্যায় ডাকাতি প্রস্তুতির সময় স্থানীয় লোকজন মিলে তাকে ধরে ফেলে এবং তার সাথে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক শুভঙ্করকে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শুভঙ্করকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে তার দেয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র দা, রামদা, চা-পতি, শাবল ও ছুড়ি উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, প্রস্তুতিকালে শুভংকর নামে একজনকে জনগণ ধরে আমাদের সংবাদ দেয়। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি এবং তার দেয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করি। শুভঙ্করের সাথে আরও ৫/৭ জন লোক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ব বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:৫৫

চট্টগ্রামে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু
১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:০৪


মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ৩
১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০২


আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস
১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১৫:৫৭