• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৫০:১৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৫০:১৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দোয়ারাবাজারে চিলাই নদীর বেড়িবাঁধ কেটে মার্কেট নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

২৩ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:১১:৩৪

দোয়ারাবাজারে চিলাই নদীর বেড়িবাঁধ কেটে মার্কেট নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদুকোনাবাজারে চিলাই নদীর বেড়িবাঁধ কাম রাস্তা কেটে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও নির্মাণ কাজ অব্যাহত আছে। খোদ ভূমি অফিসের বাধা নিষেধ উপেক্ষা করে সংশ্লিষ্টরা মার্কেট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

সরজমিন গিয়ে দেখা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনাবাজারে সিফাতুল্লাহ ও মামুন চিলাই নদীর বেড়িবাঁধ কেটে নির্মাণ করছেন দোকানপাট ও বহুতল মার্কেট। এটি সীমান্ত এলাকার চিলাই নদীর উভয় তীরের বেশ কয়েক গ্রামের মানুষ চলাচলের একমাত্র সড়ক।

স্থানীয়রা বলছেন, বোগলাবাজার ইউনিয়নের চিলাই নদীর বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকান পাট ও মার্কেট নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা কারও বাধা নিষেধ মানছেন না। সম্প্রতি এ্যাসিল্যান্ড অফিসের লোকজন এসে লাল বাধা নিষেধ দিয়ে গেলেও তা মানছেন না সংশ্লিষ্টরা। এভাবে সড়ক কেটে দোকান পাট গড়ে তোলা হলে সড়কের অস্তিত থাকবে না। বর্ষা মৌসুমে কয়েক গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হবে। রাস্তা দখল করে স্থাপনা গড়ে তোলা হলে সড়কটিই বিলীন হয়ে যাবে।

ইদুকোনা বাজারে সড়ক কেটে মার্কেট নির্মাণকারী সিফাতুল্লাহ বলেছেন, সড়কে তার রেকডিয় জমি, তাই তিনি সড়ক কেটেই স্থাপনা নির্মাণ করছেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেছেন, বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকান পাট নির্মাণে শুরু থেকেই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছেন। সংশ্লিষ্টরা কারো বাঁধা নিষেধ মানছেন না। এটি তাদের রেকডিয় জমি বলে স্থাপনা নির্মাণ করছেন।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেছেন, সড়ক কেটে দোকান পাট নির্মাণ বন্ধে তহশিলদারকে সরজমিনে পাঠানো হয়েছে। বাধা উপেক্ষা করে বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকান পাট নির্মাণ করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮