• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৯:৪৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৯:৪৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে ভুয়া ডাক্তার আটক

৬ মে ২০২৩ বিকাল ০৫:৪৯:৩১

নবাবগঞ্জে ভুয়া ডাক্তার আটক

ফিরোজ হোসেন, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।  কিন্তু কাপড় ব্যবসার পাশাপাশি বেশি উপার্জনের লোভে চক্ষু ডাক্তার সেজে খুলে বসেন চেম্বার। চোখের বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরাও নিয়মিত আসতেন তার চেম্বারে। নিজের নামে ছাপিয়েছেন ভিজিটিং কার্ড আর তাতে জুড়ে দিয়েছেন বাহারি সব পদবী। সবার কাছে পরিচয় দিতেন ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক হিসেবে।

৫ মে শুক্রবার এমন একজন ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে ঢাকার নবাবগঞ্জের জেলা পরিষদ মার্কেটের সালমান অপটিকস থেকে। এই চশমার দোকানটিতে গত ১ বছর ধরে চক্ষু চিকিৎসার জন্য চেম্বার করতেন সাইফুল নামের কথিত ঐ ডাক্তার। এখানে রোগীরাও চিকিৎসা নিতে আসতেন নিয়মিত। সাবার কাছে নিজেকে চক্ষু ডাক্তার হিসেবে পরিচয় দিতেন সাইফুল ।

সাইফুলের আচরণ নিয়ে বেশ কয়েকদিন আগে স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে উপজেলা প্রশাসনকে অবগত করেন তারা। অভিযোগের প্রেক্ষিতে ৫ মে শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আঃ আব্দুল হালিম।  

এ সময় ভুয়া ডাক্তার সাইফুল প্রথমে নিজেকে অপথ্যালমিক ডিপ্লোমা (২ বছর মেয়াদি ডিপ্লোমা) হিসেবে পরিচয় দেন। এসময় ম্যাজিস্ট্রেট তার সনদপত্র দেখতে চাইলে ঐ ভুয়া ডাক্তার কোন সনদপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেন নি। পরে জিজ্ঞাসাবাদে সাইফুল নিজেকে ভূয়া ডাক্তার হিসেবে স্বীকার করে নেন। জানা যায়, ভুয়া ডাক্তার সাইফুল পড়াশুনা করেছেন এইচএসসি পর্যন্ত।

ভ্রাম্যমাণ আদালত গণমাধ্যমকে নিশ্চিত করে, সাইফুল পেশায় একজন কাপড় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি টাংগাইলে। সে ঢাকা থেকে প্রতি শুক্রবার নবাবগঞ্জে এসে চেম্বার পরিচালনা করতেন এবং অন্যান্য দিন কাপড়ের ব্যবসা করতেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আঃ হালিম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সালমান অপটিকসের চেম্বারে অভিযান পরিচালনা করে ভুয়া ডাক্তার সাইফুলকে আটক করা হয়। নিজেকে চক্ষু ডাক্তার দাবি করলেও এর স্বপক্ষে দেখাতে পারেনি কোন সনদপত্র। এছাড়া তিনি এমবিবিএস পাশ না করেই নিজের ভিজিটিং কার্ডে ডাঃ শব্দ ব্যবহার করেছেন, যেটি আইনত দণ্ডনীয় অপরাধ।

নবাবগঞ্জে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে বলে তিনি নিশ্চিত করেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩