• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৮:৪১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৮:৪১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এসএসসি পরীক্ষায় নকলে সহায়তায় শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার

৪ মে ২০২৩ সন্ধ্যা ০৬:০০:০৩

এসএসসি পরীক্ষায় নকলে সহায়তায় শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে এসএসসি পরীক্ষায় নকলে সহায়তা করায় তিন শিক্ষক ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

৩ মে বুধবার রামুর মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার কেন্দ্রে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিব মেরংলোয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিক তাদের বহিষ্কার করেন।

বহিষ্কারকৃতরা হলেন, দক্ষিণ মিঠাছড়ি দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের ছাত্রী আকলিমা সুলতানা (রোল নং-২৪৬০৪১), কলঘর মহিলা মাদ্রাসার শিক্ষক হল পরিদর্শক খানে জাহান, রাবেতা মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন ও রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, পরীক্ষার্থী আকলিমা সুলতানাকে নকলে সহায়তার মাধ্যমে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত শিক্ষক খানে জাহান ও শিক্ষক জয়নাল আবেদিনকে বহিস্কৃত করা হয়। একই সাথে পরীক্ষার কক্ষে স্মার্টফোন ব্যবহার করার অভিযোগে শিক্ষক মুজিবুর রহমানকেও বহিস্কৃত করা হয়েছে।

রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানান, বহিস্কৃত শিক্ষকরা এসএসসি ও  সমমানের পরীক্ষায় কোনও কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করতে পারবে না। এছাড়া তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০