• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১০:৩৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১০:৩৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২০ জন

১ মে ২০২৩ দুপুর ০২:০৯:১৮

কেরানীগঞ্জে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২০ জন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সারাদেশে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় কেরানীগঞ্জে এ বছর ১২০ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন কারণে অংশগ্রহণ করতে পারেনি। বিগত বছরের বিভিন্ন বিষয়ে অকৃতকার্য ও নিয়মিতসহ মোট ৭ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী এবছর পরীক্ষায়  অংশগ্রহণ করবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল রোববার শুরু হওয়া এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় কেরানীগঞ্জে ১৪ টি কেন্দ্র ও দুটি ভ্যানুতে মোট ৭১২৩ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করার কথা থাকলেও ৭০০৩ অংশগ্রহণ করেছে। এদের মধ্যে এসএসসিতে ৬৪৯৬ জন, দাখিল ২৪৬ জন, এবং ভোকেশনালে ২৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া এসএসসিতে ৯০ জন, দাখিলে ১৩ জন ও ভোকেশনালে ১৭জন হিসেবে মোট ১২০ জন অনুপস্থিত ছিল। তবে এদিন কোন পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম সকালে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় একটি কেন্দ্রে সামনে ফটোকপির দোকান খোলা রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেন্দ্র পরিদর্শনের সময় অন্যানের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) আমেনা মারজান, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ