• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১১:৩৪:১২ (28-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১১:৩৪:১২ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ঝুপড়ি ঘরে দুই সন্তান নিয়ে রেহেনার মানবেতর বসবাস

৩০ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:১০:১২

এম খায়রুল ইসলাম পলাশ, রাজাপুর (ঝালকাঠি ) প্রতিনিধি: প্রায় ১৫ বছর আগে মাথা গোঁজার ঠাই ছোট্ট ঘরটি তৈরি করেন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজার এলাকার সিকদার পাড়ার বাসিন্দা দুলাল সিকদার। তিনি পেশায় একজন রিক্সা চালক। সংসারে তাদের দুইটি সন্তান রয়েছে। এক বছর যাবৎ দুলাল সিকদার তার স্ত্রী-সন্তানদের কোনো খোঁজ খবর নেয় না। ফলে স্বামী পরিত্যক্তা ভাঙা বেড়া এবং পলিথিনে মোড়ানো ছোট্ট এই ঘরে মানবেতর বসবাস রেহেনার পরিবারের।

রেহেনা মানুষের বাসা-বাড়িতে কাজ করে সামন্য অর্থ উপার্জন করে কোনো মতে দুই সন্তানের মুখে দু’বেলা দুমুঠো খাবার তুলে দেয়। তাদের বড় ছেলে আলী হোসেন ও মেয়ে তহমিনা কাঠিপাড়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে।

সিডরের পর তোলা হয় ছোটো এই ঘরটি। এরপরে কখনো সংস্কারও করা হয়নি এই ঘরটির। ঘরের দরজা জানালা সবই ভাঙ্গা। ঘরটি হেলে পড়ছে একদিকে। ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই পেতে ঘরের চালায় সুপারি পাতার সাথে পুরনো ছেড়া কাপর দিয়ে জোড়া তালি দিয়ে বসবাস করছেন তারা। কিন্তু তাতে ঘরে বৃষ্টির পানি পড়া বন্ধ হয়নি।

অভাবের পাশাপাশি ঝড়বৃষ্টি এবং শীতের সঙ্গে যুদ্ধ করে চলছে তাদের জীবন সংগ্রাম। ঝড় বৃষ্টি এলে ঘর ভেঙে পড়ার ভয়ে রাত জেগে বসে থাকতে হয় তাদের। খুপড়ি ঘরটি হেলে পড়ায় দরজাও এখন আটকে না। নিরাপত্তা হীনতাসহ ঝড়ে ঘর ভেঙে পড়ার আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন এ পরিবারটি। এই করুণ দৃশ্য দেখার যেনো কেউ নেই এই সমাজে। পাশে নেই জনসেবার প্রতিশ্রুতি দেয়া জনতার ভোটে নির্বাচিত সেই জনপ্রতিনিধিরাও।

অসহায় রেহেনা বেগম ও তার দুই সন্তান জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সমাজের বৃত্তবানদের কাছে মাথা গোঁজাার ঠাই (একটি ঘর) চেয়ে আকুল আবেদন জানিয়েছেন।

উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, এই পরিবারের এক খন্ড জমি আছে, তারা ভূমিহীন না। তাই তারা আশ্রয়ণের ঘরের জন্য আবেদন করেনি। আশ্রয়ণের ‘খ’ শ্রেণির প্রকল্প শুরু হলে আমরা এই পরিবারকে বিবেচনায় রাখবো।

রাজাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান বলেন, আমি বিষয়টি যাচাই-বাচাই করে দেখবো। এই পরিবারটি যদি ঘর পাওয়ার উপযোগি হয় তাহলে অবশ্যই তাদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নোয়াখালীতে এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:২০

নওগাঁয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০১:৪৫