• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৪৬:০৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৪৬:০৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

২৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৯:৩৪

কেরানীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বেপরোয়া নবকলি পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৮) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর মুগারচর এলাকার রঞ্জু মিয়ার ছেলে। সোহাগ সোনাকান্দা বিসিক শিল্প নগরীতে একটি প্লাস্টিক কারখানায় কাজ করত। সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে ফ্যাক্টরিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা নবাবগঞ্জ মহাসড়কের রুহিতপুর বাংলাদেশ সিটি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নবাবগঞ্জের বান্দুরা থেকে ছেড়ে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে মোড় ঘোরার সময় মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। নবকলি পরিবহনের বাসগুলো অনেক বেপরোয়া ভাবে এই রাস্তায় চলাচল করে। এর আগেও তারা বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মশিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯