• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:৩৪ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:৩৪ (09-May-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

গাইবান্ধায় রুবেল হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

২৯ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৩৬:০৩

গাইবান্ধায় রুবেল হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

মাসুম লুমেন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় চাঞ্চল্যকর অটোভ্যান চালক রুবেল হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সেইসাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে অটো ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২৮ এপ্রিল শুক্রবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, ‘সাক্ষ্য প্রমাণ বিহীন এই হত্যা মামলা সমাধান করতে পুলিশকে তথ্য প্রযুক্তির সহায়তা নিতে হয়েছে। গত মার্চ মাসের ২০ তারিখে সাঘাটা থানার বাদিনার পাড়া গ্রামে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে রুবেল হোসেন নামে এক অটো চালকের মরদেহ পাওয়া যায়। সেই ঘটনায় সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ব্যাপক তদন্তের পর ঢাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার বাদিনার পাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে ওবাইদুল ইসলাম ও  রুবেল মিয়া। তারা দুজন সহোদর ভাই। অন্যজন বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের শামসুল হক চৌকিদারের ছেলে জসিম উদ্দিন। তারা ঢাকার জিরাবো এলাকায় এক সঙ্গে থাকতেন এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।

পুলিশ সুপার আরও জানান, ‘ওই ৩ আসামী হত্যাকাণ্ডের ২দিন আগে এলাকায় আসে এবং রুবেলের অটো ভ্যানটি সাঘাটা বাজার থেকে বাদিনার পাড়া গ্রামের দিকে নিয়ে যায়। পথে তাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে মরদেহ ফেলে রেখে অটোভ্যান ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। এরপর তারা ৯,৫০০ টাকায় অটোভ্যানটি স্থানীয় রেজাউল ও সাজু নামের দুই ব্যক্তির কাছে বিক্রি করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেন। 
পরে অটোভ্যান ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকায় তাদের দুজনকেও আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ