• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৭:০৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৭:০৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড, পুড়েছে বসতবাড়ি ও কারখানা

২৯ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪৬:১৪

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড, পুড়েছে বসতবাড়ি ও কারখানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি ঘর ও ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ২৮ এপ্রিল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুড়িগঙ্গা নদীর পাড়ে কেচিশাহ ডক ইয়ার্ড এলাকায় ঝাড়ু ও পাপোশ তৈরির কারখানায় এবং পার্শ্ববর্তী খোকন ও রাজুর টিনসেট কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সুত্র মতে, এ ঘটনায় আনুমানিক ৭ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে পুরোপুরি আগুন নেভাতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে। ঈদের ছুটি ও রাতের বেলায় রাস্তাঘাট ফাঁকা থাকায় দ্রুতই ঘটনাস্থলে পৌঁছানো সক্ষম হয়েছে। দ্রুত পৌঁছাতে পারায় আশেপাশের কয়েকটি ভবন ও বেশ কিছু কারখানা অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা করতে পেরেছি।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ