• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৩:৪৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৩:৪৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

২৬ এপ্রিল ২০২৩ দুপুর ০২:১৬:৫৯

রামুতে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

মো. নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে শ্রমিক সংকটের কারণে জমিতে পাকা ধান ঘরে তুলে দিয়ে দুশ্চিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছেন রাজারকুল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায় কৃষকের ক্ষেত থেকে ধান কেটে তা ঘরে তুলে দেন।

২৫ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের বৈদ্যরখিল গ্রামের কৃষক মনিরের ৬০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগ । এভাবে অন্যান্য কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করছেন তারা।

এ সময় কৃষক মনির  জানান, একদিকে তীব্র শ্রমিক সংকট অন্যদিকে ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। এমন সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার জমির ধানগুলো কেটে ঘরে তুলে দেয়। ছাত্রলীগের কর্মীদের এমন উদ্যোগে ভীষণ খুশি তিনি।

রাজারকুল ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দীন সোহেলের নির্দেশনায় আমরা রাজারকুলের ২ কৃষকের কিছু ধান কেটে দিয়েছি।

তিনি বলেন, যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এ কাজ অব্যাহত রাখব।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন জানান, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুচিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের খোঁজ খবর নিচ্ছে এবং চাহিদা অনুযায়ী তাদেকে সহযোগিতা করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ
১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪