• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৩৩:১৪ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৩৩:১৪ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় মেরিন অ্যাকাডেমির ক্যাডেট পাসিং আউট প্যারেড সম্পন্ন

৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:২৮:৪১

পাবনায় মেরিন অ্যাকাডেমির ক্যাডেট পাসিং আউট প্যারেড সম্পন্ন

পাবনা প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ  আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাবনায় বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৪ সম্পন্ন হয়েছে। ৮ ডিসেম্বর রোববার সকালে পাবনা মেরিন অ্যাকাডেমির ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে নৌপরিবহণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিন একাডেমি পাবনার কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলাম।

ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজ চলাকালীন প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে আমন্ত্রিত সকলের অংশগ্রহণে প্রীতিভোজের মাধ্যমে অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ সময় প্রধান অতিথি নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ ক্যাডেট আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। যে কারণে বাংলাদেশে মেরিন অ্যাকাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের একাডেমি সমূহের মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছে। উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখছে।

এ বছর অ্যাকাডেমির নটিক্যাল বিভাগে ২২ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২২ জন ক্যাডেটসহ সর্বমোট ৪৪ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছে বলে জানা গেছে। প্রধান অতিথি সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্যাডেটদের মাঝে পদক বিতরণ করেন।

সকল বিষয়ে সর্বোচ্চমান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল বিভাগ হতে ক্যাডেট মো. রিদওয়ান হাসান কমানড্যান্ট স্বর্ণ পদক, নটিক্যাল বিভাগ হতে ক্যাডেট মো. রিফাত বিন রাজিব এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ক্যাডেট মাহমুদুল হাসান রূপম কমান্ড্যান্ট রৌপ্য পদক প্রাপ্ত হন।

প্রি-সী প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেটরা মেরিন প্রফেশনকে পেশা হিসেবে গ্রহণ করে ব্যক্তি, পরিবার ও দেশের অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি সাধন করবে বলে অনুষ্ঠান থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১