• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:২৬:০৫ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:২৬:০৫ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কক্সবাজারের উপকূলে ভাসমান ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার

২৩ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:০৮:৪৩

কক্সবাজারের উপকূলে ভাসমান ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার

মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারের নাজিরারটেক ঠুরার মাথায় সমুদ্র উপকূলে ভাসমান ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাধারণ জেলারা বলছেন, মরদেহগুলো জলদস্যুদের। 

রোববার সকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, সকালের দিকে একটি ট্রলার ভেসে আসে, যার মধ্যে কোনো মাছ ছিলো না। সন্দেহ হলে তারা পাটাতন তুলে দেখতে পান পুরো জায়গাটা বরফে ঢাকা। এর মধ্যে দিয়ে একজনের হাতের কিছুটা অংশ দেখা যায়। 

পরে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে। 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ট্রলারটি এখনও সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আরও কঙ্কাল আছে কিনা তা দেখতে আমাদের টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে। 

কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো মরদেহ পঁচে কঙ্কালে পরিণত হয়েছে। 

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

স্থানীয় জেলেদের দাবি, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরার নৌকায় একদল ডাকাত হামলা চালিয়েছে। এসময় অন্য ট্রলার দস্যুদের ঘিরে ফেলে হত্যা করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
২৭ জুলাই ২০২৪ সকাল ০৯:২৪:৫২