• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫০:৫০ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫০:৫০ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গলাচিপায় গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা

২৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:১৬:৩৭

গলাচিপায় গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে ‘স্মরণ সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই-আগস্টে আন্দোলনে আহত ও নিহতের পরিবারকে ফুল দিয়ে বরণ করেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাও ডা. মো. জাকির হোসাইন, বিভিন্ন ইউনিয়ন ইউপি. চেয়ারম্যান গণ, গলাচিপার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার সমন্বয়ক মো. রুবেল মাহমুদ।

এছাড়াও উপস্থিতি ছিলেন গলাচিপা উপজেলার জুলাই বিপ্লবে নিহত ও আহত হয়েছেন সেসকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত সদস্যবৃন্দ গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সভায় আহত ও নিহত পরিবারের সদস্যরা আহত নিহতদের স্মৃতিচারণ করে আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে দেশের এবং তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন। তাঁদেরকে যাতে যথাযথ সম্মান জানানোর আহ্বান জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬