• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪৬:১১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪৬:১১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি

২৮ অক্টোবর ২০২৪ রাত ০৮:৪৮:৪৫

খুলনায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি

খুলনা ব্যুরো: খুলনায় দিনে-দুপুরে গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরণ ঘটিয়ে সোনার দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ফুলতলার জামিরা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ নাজিমুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

২৮ অক্টোবর সোমবার দুপুরে নগরীর মশ্বেরপাশা কালিবাড়ী বাজারে দত্ত জুলেয়ার্সে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর একটায় ৫ সদস্যের একদল ডাকাত একটি  মাইক্রোবাস যোগে কালিবাড়ি বাজারের দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। তারা দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ ২ লাখ ও ১০/১২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায় পালিয়ে যায়। এসময় বোমার আঘাতে ৩ জন আহত হয়। পালিয়ে যাওয়ার সময় জনতা নিক্ষিপ্ত ইটের আঘাতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়। 
দৌলতপুর থানার পুলিশ খবর পেয়ে ওই মাইক্রোর পিছু নেয়। পিছু নিয়ে ফুলতলা থেকে ১ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় অপর ৪ জন পালিয়ে যায়।

এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫