• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২৯:৪৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২৯:৪৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

খাগড়াছড়ি চেঙ্গী নদীতে ফুল দিয়ে বৈসাবি উৎসব শুরু

১৩ এপ্রিল ২০২৩ সকাল ১১:৫৫:০১

খাগড়াছড়ি চেঙ্গী নদীতে ফুল দিয়ে বৈসাবি উৎসব শুরু

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে বর্ষবরণ ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব শুরু হয়েছে। ১২ এপ্রিল বুধবার সকালে চেঙ্গী নদীতে ফুল দিয়ে পূজা করে বিজুর মূল আনুষ্ঠাকিতা শুরু হয়।

মা গঙ্গার উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে পূজা করার মধ্য দিয়ে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীতে জড়ো হয় হাজারো মানুষ। ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিজু নামে এ উৎসব পালন করে। তিন সম্প্রদায়ের উৎসবের অদ্যাক্ষর নিয়ে এ উৎসবের নাম বৈসাবি।

সমতল থেকে ভিন্ন আঙ্গিকে পাহাড়ে বর্ষবরণ  উৎসব পালন করা হয়। মুলত: চৈত্রের শেষ দু’দিন আর বৈশাখের  প্রথমদিন নিয়ে পাহাড়ীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি পালন করে আসছে।  অনাদিকাল থেকে মানুষ নানা আনুষ্ঠানিকতায় আনন্দ-উল্লাস আর উৎসব মুখর পরিবেশে এই উৎসব পালন করে।

অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে জগতের সকল প্রাণীর শান্তির জন্য প্রার্থনা করে।রীতি অনুযায়ী পুরানো বছরের দুঃখ জরা ভুলে নতুন বছরের মঙ্গল কামনায় গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের উদ্দেশ্যে  ফুল দিয়ে পূজা করে চাকমা  তরুণ –তরুণীরা । চৈত্র মাসের ২৯ তারিখে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এই আয়োজন। চাকমা তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু,মাধবীলতা, রঙ্গনসহ নানা রকমের ফুল দিয়ে পূজা করে। পরে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করে। প্রাণের এই উৎসব ঘিরে পাহাড় এখন রঙে রঙিন। ছোট্ট ছোট্ট শিশুরা এ সময় নদীতে হল্লা করে একে অপরকে  বিজিয়ে দিয়ে আনন্দ উল্লাস করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫