• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০২:৩০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০২:৩০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবালয়ে টিআরের অর্থ আত্মসাতের অভিযোগ

১২ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৫৭:৫৭

শিবালয়ে টিআরের অর্থ আত্মসাতের অভিযোগ

মো: আনোয়ার হোসেন, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে ভুয়া গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, শিবালয় তেওতা ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের টিআর কর্মসূচির অধীনে রঘুনাথপুর গ্রামে ব্যক্তিগত রাস্তায় টিআর প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে আব্দুল করিম শেখের বিরুদ্ধে। গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়, রঘুনাথপুর পাকার মাথা হতে গফুরের বাড়ি পর্যন্ত কোন রাস্তাই নেই। এই প্রকল্পের মাঝে  মাত্র দুটি পরিবার বসবাস করে। এ জন্য বরাদ্দ দেয়া হয় ২ লক্ষ টাকা। এখানে কোন কাজ না করেই বিল উত্তোলন করা হয়। এই অনিয়মে প্রকল্প কর্মকর্তা সুদেব কৃষ্ণের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রামবাসী বলেন , ‘আমাদের এলাকায় অনেক সরকারি রাস্তা আছে, এগুলো মেরামতের জন্য কোন কাজই করা হয় না। এভাবেই সরকারের উন্নয়নমুলক কাজকে সমালোচনায় রাখছে সরকারি কিছু অসাধু কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা’

অভিযুক্তের পিতার সাথে কথা হলে তিনি বলেন, এই রাস্তা সরকারি রাস্তা না হলেও সরকারি হয়ে যাবে। এই রাস্তার প্রকল্প পাশ করিয়েছে সরকারি কর্মকর্তারা। প্রকল্পের সভাপতি আমার ছেলে, কিন্তু এই রাস্তার সমস্ত দেখাশোনা আমিই করেছি এবং কাজ শেষ করে বিল উত্তোলন করেছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ বলেন, রাস্তার সাথে সংযোগ আছে বলেই প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই  বিল প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুর রহমান বলেন, আমরা এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫







কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮