• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৯:৪১:২৩ (09-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৯:৪১:২৩ (09-Jun-2023)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানববন্ধনে কেঁদে বাবার খুনিদের ফাঁসি দাবি সন্তানের

১২ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:০৯:৪৩

মানববন্ধনে কেঁদে বাবার খুনিদের ফাঁসি দাবি সন্তানের

ফিরোজ হোসেন, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ হেলাল হত্যাকান্ডে জড়িতদর ফাঁসির দাবিতে মানববন্ধন করে‌ছে নিহতের পরিবার ও এলাকাবাসী। ১১ এপ্রিল মঙ্গলবার দুপু‌রে উপ‌জেলার সদ‌রে কেন্দ্রীয় শহীদমিনা‌রের সামনে এ মানববন্ধন করা হয়।

৯ এপ্রিল রোববার রা‌তে উপ‌জেলার ছোট রাজপাড়া এলাকায় রাতে মাছ ধরাকে কেন্দ্র করে হেলাল মিয়া (৫৫)কে  হত্যা করে  দুর্বত্তরা। এঘটনায়  আটক মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার কোমরগঞ্জের পলাশ রাজবংশী, আন্ধারকোঠা এলাকার শ্যামল রাজবংশী ও ছোট রাজপাড়া গ্রামের বাসিন্দা লাল মিয়াকে পুলিশ আটক করেছে।

১০ এপ্রিল সোমবার তাদের আদালতে নেয়া হলে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়ে‌ছেন হত্যা মামলায় আটক এজাহারভূক্ত দুই আসামি পলাশ রাজবংশী ও শ্যামল রাজবংশী।

আদালত তাদের জেল হাজতে প্ররণ করার নির্দেশ দেন। নিহত হেলাল ছোট রাজপাড়া এলাকার মৃত ইউনুছ মিয়ার ছে‌লে । মানববন্ধ‌নে হেলাল হত্যাকান্ডে জড়িত সকলের ফাঁসির দাবি ক‌রেন নিহত হেলাল মিয়ার  স্বজনরা।

মানববন্ধন হেলালের ছে‌লে আসিফ ও মে‌য়ে রুপার দাবি করেন তার বাবাকে পরিকল্পিত ভা‌বে খুন করা হয়ে‌ছে। তারা হত্যাকারীদর ফাঁসির দাবি করেন। এ ঘটনায় জড়িত কেউ যেন আইনের ফাঁক দি‌য়ে বে‌ড়ি‌য়ে যে‌তে না পারে এজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের সুদৃষ্টি কামনা ক‌রেন।

স্থানীয়রা জানায়,  হেলাল মিয়া এক সময় গাড়ির ব‌ডি‌পেইনটার হিসে‌বে কাজ করতন। বেশ কয়েক বছর হল তিনি ওই কাজ ছে‌ড়ে নদী, খাল ও পুকুরে মাছ ধরতেন। রোববার রাতে মাছ ধরতে গে‌লে আর বাড়ি ফেরা হয়নি।  সকালে ছোট রাজপাড়া এলাকার আজহারের পুকুর পাড় তার মৃত দেহ দেখ‌তে পায় স্থানীয়রা। এসময় গামছা দিয় হাত-পা ও মুখ বাধা ছিল। এ সময় তার শরীরের বিভিন্ন জখমের চিহ্ন পাওয়া যায়। তাদের দাবি রাতে হেলাল‌কে পিটিয় হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি  মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, অভিযান চালিয়ে এ হত্যার সাথ জড়িত ৩ জনকে তাৎক্ষনিক আটক করা হয়েছে। পুলিশ  এ ঘটনার রহস্য উদঘাটনসহ সকল ধরণের কার্যক্রম অব্যাহত রে‌খে‌ছে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আমতলীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
৯ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০২:২৮





সিরাজুল আলম খান আর নেই
৯ই জুন ২০২৩ বিকাল ০৫:০৩:০৭







২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
৯ই জুন ২০২৩ দুপুর ১২:২৯:১১

উচ্চ রক্তচাপের লক্ষণ ও প্রতিকার
৯ই জুন ২০২৩ দুপুর ১২:০৩:০৫


ASIAN TV