• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:৩০ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:৩০ (10-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রাজাপুরে ২ কোটি টাকার সেতুতে উঠতে হয় বাঁশের সিঁড়ি দিয়ে

১২ এপ্রিল ২০২৩ দুপুর ১২:০২:১৫

রাজাপুরে ২ কোটি টাকার সেতুতে উঠতে হয় বাঁশের সিঁড়ি দিয়ে

এম খায়রুল ইসলাম পলাশ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ১২ ফুট লম্বা বাঁশের সিঁড়ি বেয়ে উঠতে হয় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে। উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সাংগর খালের ওপর নির্মিত এ সেতু নিয়ে চরম ভোগান্তিতে আছে এলাকাবাসী। সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনাও।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ২০২১ সালের ৫ সেপ্টেম্বর সাংগর খালের ওপর ২০ মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্থের সিসি গার্ডার ব্রিজ নির্মাণ করতে দেয়া হয় ‘মেসার্স হাবিব সন্স-খন্দকার বিজনেস’কে। ২ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৬৬৭ টাকা ব্যয়ে ২০২২ সালের ৩০ এপ্রিল সম্পূর্ণ কাজ শেষ করার কথা থাকলেও দুইপাশের সংযোগ সড়ক এখনও নির্মাণ করেনি তারা। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে দুই পাশের শত শত মানুষ।

স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মাণের পর তাদের ভোগান্তি কমা তো থাক দূরের কথা, উল্টো বেড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রিজের ঠিকাদার মো. শাহিন হোসেন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে এখন পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এখন একটা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছি।

খুব শীঘ্রই সংযোগ সড়কের কাজ শুরু করা হবে হবে বলে জানান ঠিকাদার।

এদিকে ঠিকাদার শীঘ্রই ওই ব্রিজের বাকি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪