• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৫৯:৪৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৫৯:৪৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

১৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০৭:২২

এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ হত্যার মামলায় আইয়ুব আলী শেখ নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে এনায়েতপুর থানা পুলিশ। ১৬ অক্টোবর বুধবার রাতে থানার কেজি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আইয়ুব আলী মন্ডলপাড়া গ্রামের মৃত সন্তেষ আলী শেখের ছেলে। তিনি থানা যুবলীগের সাবেক কার্যকরী সদস্য ও থানা যুবলীগের সভাপতি প্রার্থী বলে জানা গেছে।

এছাড়াও ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে এই মামলায় চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। আশরাফুল আলম উপজেলার বৈন্যা গ্রামের মো. ছোরহাব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী। তিনি বলেন, এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যা মামলায় আইয়ুব আলী ও আশরাফুল আলমকে গ্রেফতার করা হয়। তবে তারা মামলার এজাহার নামীয় আসামি নয়। গ্রেফতার দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা ও থানা ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬ হাজার ব্যক্তিকে আসামি করে গত ২৬ আগস্ট রাতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত এই দুজনই গ্রেফতার হলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯