• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৯:২৩:৫৩ (09-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৯:২৩:৫৩ (09-Jun-2023)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় আগুনে পুড়ে ছাই আদু-নাদুর বসতঘর

১০ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৩৪:৩০

ইটনায় আগুনে পুড়ে ছাই আদু-নাদুর বসতঘর

মোজাহিদ সরকার‌‌‌, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের বড় হাটিতে একটি টিনের ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৯ এপ্রিল রোববার আনুমানিক রাত ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন টি লেগেছে সদর ইউনিয়নের বড় হাঁটির মৃত আবুল বাশারের দুই ছেলে মো. আদু-নাদু মিয়ার বসতঘরে। আগুনে পুড়ে প্রায় ৮-৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বড় হাঁটি মসজিদের ইমাম মাওলানা নূরু উল্লাহ্ বলেন, আমরা তারাবির নামাজ পড়তে ছিলাম, আগুনের কথা শুনে দ্রুত নামাজ শেষ করে বাহিরে আসি। আমি ভেতর থেকে দুইটা গ্যাসের সিলেন্ডার উদ্ধার করেছি। যদি এগুলো বাহির না করা হতো তাহলে পুরো গ্রাম আগুনে পুড়ে ছাই হয়ে যেতো।

রাস্তার দুই পাশ দখলে চলে যাওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত পানির পাম্প কাঁদে করে বয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি বড় হাটিতে রেকর্ড এর রাস্তা দুই পাশের বাড়ির মালিকরা দখল করে ফেলতেছে যার ফলে কোনো জরুরি গাড়ি আসা নেওয়া করা যাচ্ছে না। দ্রুত সম্ভব এই বিষয়ে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।

ইটনা ফায়ার সার্ভিসেস ভারপ্রাপ্ত ইনচার্জ লিডার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু বাড়ির ভেতরে রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে গাড়ি নিয়ে যেতে পারি নাই এই জন্য কিছু টা ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পরে আমরা কাঁদে করে বয়ে পানির পাম্প এবং পানির পাইপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারনা করা হচ্ছে আগুনের সূত্রপাত কারেন্টের শর্ট সার্কিট থেকে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

আগুনের ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান অফিসাল কাজে কিশোরগঞ্জে থাকায় মুঠোফোনে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আমতলীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
৯ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০২:২৮





সিরাজুল আলম খান আর নেই
৯ই জুন ২০২৩ বিকাল ০৫:০৩:০৭







২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
৯ই জুন ২০২৩ দুপুর ১২:২৯:১১

উচ্চ রক্তচাপের লক্ষণ ও প্রতিকার
৯ই জুন ২০২৩ দুপুর ১২:০৩:০৫


ASIAN TV