• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৫৮:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৫৮:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারী ইউপি সদস্যের নামে ফেসবুকে বাজে পোস্ট, ৮ জনের বিরুদ্ধে মামলা

৬ এপ্রিল ২০২৩ দুপুর ০২:৩৬:৫৪

নারী ইউপি সদস্যের নামে ফেসবুকে বাজে পোস্ট, ৮ জনের বিরুদ্ধে মামলা

এম খায়রুল ইসলাম পলাশ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউপি সদস্য বাউল শিল্পী ছালমা আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট, শেয়ার এবং কমেন্ট করায় আট জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে  ছালমা আলমগীর বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করেন। আদালতের বিচারক গোলাম ফারুক রাজাপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আসামিরা হলেন- মিজানুর রহমান ওরফে নীরব, রাজ্জাক হোসাইন পিন্টু ওরফে রাজ্জাক পিন্টু, কামরুল ওরফে কামরুল, নাফিউল ইসলাম, বশির আহম্মেদ খলিফা, নাজমুল হাসান সিমান্ত, নুরুল আলম মোল্লা ও খন্দকার সিরাজুল ইসলাম। এরা ইউপি সদস্য বাউল শিল্পী ছালমা আলমগীরের সম্পর্কে ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য পোস্ট এবং আপত্তিকর মন্তব্য করেন।

মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি বাউল ছালমার মোবাইল ফোন চুরি হয়। ফোন থেকে একটি ভিডিও নেয় অভিযুক্তরা। ২৫ মার্চ বিকেল তিনটার দিকে ধারণকৃত ভিডিওর বিভিন্ন স্ক্রিনসর্ট দিয়ে ছবি তৈরি করে ও ভিডিও করে ফেসবুকে পোস্ট দেয়। এতে ইউপি সদস্য বাউল ছালমার মানহানি হয় বলে তিনি মামলায় উল্লেখ করেন।

ছালমা আলমগীর জানান, আমার মোবাইল চুরি হয়। চোর কর্তৃক আত্মরক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ফোন থেকে একটি ভিডিও কুচক্রী মহল নেয়। তাদের মনগড়া মানহানিকর মন্তব্য লিখে সাথে ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে। এতে আমার অনেক মানহানি হয়। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।

এ বিষেয়ে ভোক্তভুগীর স্বামী আলমগীর শরীফ জানান,  আমার পরিবারকে জড়িয়ে মানহানিকর ও বিভ্রান্তমূলক মিথ্যা তথ্য ফেসবুকে পোস্টকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ