• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪২:০৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪২:০৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে নারীর জমি দখলের অভিযোগ

৫ এপ্রিল ২০২৩ দুপুর ১২:২৬:৪০

সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে নারীর জমি দখলের অভিযোগ

এম খায়রুল ইসলাম পলাশ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সরকারি বন্দোবস্ত মূলে রেকর্ড পাওয়া এক নারীর জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকার সাবেক ইউপি সদস্য হেমায়েত হাওলাদারের বিরুদ্ধে।

উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ২ এপ্রিল রোববার সকাল আনুমানিক ৬ টার দিকে লোকজন নিয়ে ওই জমিতে একটি টিনসেট ঘর নির্মাণ করেন হেমায়েত হাওলাদার। ঘর নির্মাণ শেষে সেখানে আলহামদুলিল্লাহ বিজনেস সেন্টার - ২ নামের সাইনবোর্ড টাঙ্গিয়ে পোল্টি মুরগির দোকান দিয়ে ব্যাবসা চালু করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী মাকসুদা আক্তার লিপি রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাকসুদা আক্তার লিপি উপজেলার লেবুবুনিয়া এলাকার শাহিন মোল্লার স্ত্রী।

মাকসুদা অভিযোগ করে জানান, আমার স্বামী শাহিন মোল্লা ও আমি ১৯৯৩ সালের ২৯ ডিসেম্বর লেবুবুনিয়া মৌজার ১ খতিয়ানের ১০২৬ দাগ থেকে সরকারি ৯৯ বছরের বন্দোবস্ত মূলে ২২ শতাংশ জমির কবুলিয়ত মালিক হই। প্রতিপক্ষ হেমায়েত হাওলাদার বিভিন্ন সময়ে তার বাড়ির বিপরীতে রাস্তার অপরপাশে থাকা আমার কুবলিয়ত মূলে রেকর্ডপ্রাপ্ত সম্পত্তি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় আমার সম্পত্তিতে ২ এপ্রিল রোববার জোর পূর্বক একটি টিনসেট ঘর নির্মাণ করে। তাদের কাছে ঘর নির্মাণের কারণ জানতে চাইলে তারা আমায় অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং হুমকি দেয়।

এ বিষয়ে লেবুবুনিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন বলেন, এই ঘরটি এখানে ২ এপ্রিল রোববার সকালেই আমরা দেখতে পেয়েছি। কয়েকদিন পূর্বে জায়গাটি খালি ছিল।

এ বিষয়ে হেমায়েত হাওলাদারের কাছে ঘর নির্মাণের কারণ জানতে চাইলে তিনি বলেন, এই সম্পত্তির মালিক আমিসহ আমার নিকট আত্মীয়রা। তাই আমাদের সম্পত্তিতে ঘর নির্মাণ করেছি। ঘর নির্মাণের কাজ আগে থেকেই চলমান ছিল। যা ২ এপ্রিল রোববার সকালে শেষ হয়েছে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে উভয়ের কাগজপত্র যাচাই বাচাই পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪