• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১৮:২৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১৮:২৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

সরকার উন্নয়নের নামে মিথ্যাচার করে: মির্জা ফখরুল

৫ এপ্রিল ২০২৩ সকাল ১১:৪৯:৪৪

সরকার উন্নয়নের নামে মিথ্যাচার করে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বঙ্গবাজারে অঙ্গিকান্ডের ঘটনায় আবারও প্রমাণ করে সরকার উন্নয়নের নামে মিথ্যাচার করে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যে প্রতিষ্ঠানগুলো সরকারের দ্বায়িত্বে রয়েছে, তারা কি এমন কাজ করছে যে, আজকে একটি আগুন নিভানোর মতো ভালো কোন ব্যবস্থা নিতে পাড়েনি। সেখানে ৪০টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেও আগুন সহজে নেভাতে পাড়েনি, এতেই বুঝা যায় এই আগুন নেভানোর উপযুক্ত তারা নয়। তারা সঠিক ব্যবস্থা নিতে ব্যর্থ।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ তামাশা শুরু করেছে এমনি মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আমরা বলতে চাই, আমরা কোন তামাশার নির্বাচনে বিশ্বাস করি না। আমরা  বিশ্বাস করি, জনগন যেখানে ভোট দিতে পারবে, তার মতামত প্রকাশ করতে পারবে এ ধরনের নির্বাচন। তবে সেই নির্বাচন কখনও-ই নিরপেক্ষ হতে পারে না, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে।

আগামী নির্বাচনের আগে এই সরকারের পদত্যাগ দাবি করে মহাসচিব আরও বলেন, আমাদের দাবির মধ্যে প্রধান দাবি- বর্তমান যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি জনগনের দ্বারা নির্বাচিত হননি। তাকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের আয়োজন করতে হবে। তাহলে সুষ্ঠু নির্বাচনে আশা করা যায়।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০