• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২২:১৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২২:১৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

খাগড়াছড়ির নিউজিল্যান্ডে চলছে বিঝু কার্নিভাল

৫ এপ্রিল ২০২৩ সকাল ১১:২৮:০২

খাগড়াছড়ির নিউজিল্যান্ডে চলছে বিঝু কার্নিভাল

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি: পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব ‘বিজু সাংগ্রাই বৈসুক- বৈসাবি’-কে ঘিরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বইছে খুশির জোয়ার। পাহাড়ের উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার নিউজিল্যান্ড নামক জায়গায় বেম্বো রেস্টুরেন্টে চলছে বিঝু কার্নিভাল।

পাহাড়ে জুড়ে প্রাণের বৈসাবি উৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে পাহাড়ে বিভিন্ন অনুষ্ঠান মালা ।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রধানতম সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলাতে শুরু হলো চাকমাদের ৭দিনব্যাপি বিঝু কার্নিভাল মেলা।

বৈসু-সাংগ্রাই-বিজু এই প্রথম তিনটি অক্ষরের মিলিত রুপ বৈ-সা-বি। এ বৈসাবিকে সামনে রেখে খাগড়াছড়ি নিউজিল্যান্ড এ  শুরু হয়েছে খাগড়াছড়ি জেলার স্থানীয় নারী উদোক্তাদের সমন্বয়ে পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা।  

মঙ্গলবার বিকেলে বিঝু কার্নিভাল উদ্বোধন করা হয়। খাগড়াছড়ি জেলা শহরস্থ নিউজিল্যান্ড নামক জায়গায় বেম্বো রেস্টুরেন্টে  খাগড়াছড়ির নারী উদ্যোক্তাদের উদ্যোগে এ বিজু কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত  দিনব্যাপী এই বিঝু কার্নিভাল চলবে।

এ মেলায় বিভিন্ন ধরনের পাহাড়ী ঐতিহ্যবাহী পোশাক, পাহাড়ী খাদ্য ও নানান ধরনের পণ্য পাওয়া যাবে। মেলায় হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন খাগড়াছড়ির জেলা শহরের নারী উদ্যোক্তারা ।

এই বৈসাবি উৎসবটি বয়ে আনে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা। থাকে না কোন হিংসা-বিদ্বেষ।  বৈসাবির আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে পাহাড়ে শান্তি বাতাস বয়ে বেড়ায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ