• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৫৪:৩৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৫৪:৩৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ত্বকী হত্যার বিচার বন্ধ রাখার জন্য শেখ হাসিনা দায়ী: রফিউর রাব্বি

৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১২:২৫

ত্বকী হত্যার বিচার বন্ধ রাখার জন্য শেখ হাসিনা দায়ী: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার বন্ধ রাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।

৬ সেপ্টেম্বর শুক্রবার শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে ত্বকী হত্যার সাড়ে ১১ বছর উপলক্ষে সমাবেশে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘ত্বকী হত্যার সঙ্গে জড়িত শামীম ওসমান বাহিনী ও তাদের মাফিয়া চক্রের বিচারের দাবিতে আমরা দাঁড়িয়েছি। হত্যার আগে এক যুগের বেশি সময় ধরে তাদের দুর্বৃত্তায়ন, লুটপাট, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলেছি।’ তিনি বলেন, ‘ত্বকী হত্যাকাণ্ড কেন এবং কারা করেছে, তা সারাদেশের মানুষ জানে। নৃশংসভাবে হত্যা করে তারা নারায়ণগঞ্জবাসীকে বোঝাতে চেয়েছে, তাদের বিরুদ্ধে যাওয়ার পরিণতি কী হতে পারে।’

রাব্বি বলেন, ‘জামতলায় মিঠুকে কুপিয়ে হত্যা করেছে; আশিককে টর্চার সেলে হত্যা করেছে। ত্বকীকে এ টর্চার সেলে নিয়ে গজারির লাঠি দিয়ে ১১ জন মিলে পিটিয়ে অজ্ঞান করেছে। তার পর তার বুকের ওপর উঠে গলা টিপে হত্যা করেছে।’ তিনি বলেন, ‘এসব জেনেও শেখ হাসিনা খুনি-জল্লাদদের পৃষ্ঠপোষকতা দিয়ে রক্ষা করেছেন। ত্বকীকে হত্যার পরও ওসমান পরিবারকে দেখে রাখার কথা বলেছিলেন হাসিনা। হত্যার বিচার বন্ধ রাখার জন্য তাঁকে বিচারের আওতায় আনতে হবে।’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন শিশু সংগঠন খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর মরদেহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯