• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৫০:৩৮ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৫০:৩৮ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সীতাকুণ্ডে গৃহবধূ ফারজানার রহস্যজনক মৃত্যু

৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:১৯:৪১

সীতাকুণ্ডে গৃহবধূ ফারজানার রহস্যজনক মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় খবর পেয়ে উপজেলার ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভি পাড়া আব্দুল রহমানের ছেলে মো. ইউনুসের বাড়ি থেকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ফারজানা আক্তার ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভীপাড়া আবদুল রহমানের ছেলে মো. ইউনুস প্রকাশ রুবেলের স্ত্রী ও উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আবদুল রশিদ সারেং বাড়ির আবু তাহেরের মেয়ে। ফারহানার দুই বছর বয়সি একটা ছেলে সন্তান রয়েছে।

ফারজানা বাবা আবু তাহের বলেন, আমার মেয়ে আত্মহত্যা করে নাই, আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজনে মেরে ফেলেছে। বিয়ের পর থেকে ফারজানার স্বামী ও তার পরিবারের সবাই তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে বলে জানান তিনি।

নিহত ফারজানার ভাই কামরুল জানান, দীর্ঘদিন ধরে আমার বোনের স্বামীসহ পরিবারের লোকজন যৌতুকসহ বিভিন্ন কারণে আমার বোনকে নির্যাতন করে আসছে। সোমবার সন্ধ্যায় আমার বোনের স্বামীর মোবাইল ফোন থেকে তার বন্ধু ফোন করে বলে আমার বোন আত্মহত্যা করছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পাই মরদেহ ঘরের তীরের সাথে ঝুলিয়ে আছে। পা মাটির সাথে লাগানো রয়েছে। আমার বোন আত্মহত্যা করে নাই, আমার বোনকে মেরে ফেলেছে তারা।

নিহত ফারজানার স্বামী মো. ইউনুস বলেন, আমি চাকরিতে ছিলাম। এসে শুনি আমার বউ আত্মহত্যা করছে। 
তিনি আরও বলেন, আমার বউ ফারজানা অনেক ভালো ছিলো। আমার সঙ্গে কখনো ঝগড়া হত না। ফারজানা আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে, সেটা  ময়নাতদন্ত করা হলে জানা যাবে।

এই ঘটনায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস.আই আশরাফ সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি ঘরের আরের সাথে হাঁটু বাঁকা করে ঝুলে আছে মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:০৭

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:০৭


আশুলিয়ায় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:০২