• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩০:৫৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩০:৫৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

অবিলম্বে বিরল স্থলবন্দর চালু করা হবে: মনোজ কুমার

৩ এপ্রিল ২০২৩ সকাল ১০:৫৩:৩৯

অবিলম্বে বিরল স্থলবন্দর চালু করা হবে: মনোজ কুমার

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী শ্রী মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক শুধু প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক নয়, একে অপরের সাথে আত্মার-আত্মীয়র সম্পর্ক গড়ে উঠেছে। ভারত কিছু পাওয়ার জন্য বাংলাদেশের সাথে বন্ধুত্বর সম্পর্ক করেনি। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের মাটিতে ব্যবসায়িক অর্থনৈতিক জোন গড়ে তোলার প্রক্রিয়া আরও জোরদার করার চেষ্ঠা করবে।

তিনি জানান, দিনাজপুর চেম্বার যে সাতটি এজেন্ডা তুলে ধরেছে, তা পর্যায় ক্রমে বাস্তবায়ন করা হবে। তার মধ্যে বিরল স্থলবন্দর ও দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার অবিলম্বে চালু করা হবে।

২ এপ্রিল রোববার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০








কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১