• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৫:১৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৫:১৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০৮:২২

গাজীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

আরিফ খান আবির, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দুর্নীতি মাধ্যমে ভূয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তদন্ত প্রমাণিত হওয়ার পর দুর্নীতিবাজ চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরমী ইউনিয়ন পরিষদের সাতজন ইউপি সদস্যসহ ইউনিয়ন পরিষদের কয়েক হাজার মানুষ।

এসময় বিভিন্ন বয়সী মানুষ রাস্তার দু'পাশে দাঁড়িয়ে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

শনিবার সকালে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী টু মাওনা আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের অপসারন চান।

উলে­খ্য, গত বছরে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ইউনিয়নের একটি মাত্র ওয়ার্ডে নামমাত্র ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারের পঞ্চাশ লাখ টাকা দুর্নীতি করে আত্মসাৎ করে। এরপর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করে। তদন্ত কমিটি তদন্ত শেষে ৮৬ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে। তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান দুর্নীতি প্রমাণ পেয়েছে মর্মে সুপারিশ করেছেন তদন্ত কমিটি। চেয়ারম্যানের দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই ইউনিয়ন পরিষদের সাতজন ইউপি সদস্য অনাস্থা দেয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ