• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৯:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৯:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুর যুবক হোছাইনের পরিবারে শোকের মাতম

১ এপ্রিল ২০২৩ সকাল ১১:২০:৩২

রামুর যুবক হোছাইনের পরিবারে শোকের মাতম

রামু (কক্সবাজার) প্রতিনিধি: সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রামুর যুবক মোহাম্মদ হোছাইন। ২৭ মার্চ সোমবার সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহামম্মদ হোছাইন কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ঘোনারপাড়া বাহারকাছা এলাকার কাদের হোসেনের ছেলে।

জানা গেছে, কাদের হোসেনের ৬ সন্তানের মধ্যে একমাত্র ছেলে মোহাম্মদ হোছাইন। তাই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ৭ বছর পূর্বে জীবিকার তাগিদে মোহাম্মদ হোছাইন সৌদিতে যান। সেই থেকে পরিবারের অবস্থা ভালই চলছিল। কিন্তু আকষ্মিক এ দুর্ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্য দিশেহারা হয়ে পড়েছেন। নিহতের মোহাম্মদ হোছাইনের চার বছরের এক কন্যা শিশু রয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

জানা যায়, মোহাম্মদ হোছাইন ২৭ মার্চ সোমবার আভাহা থেকে মক্কা নগরীর উদ্যেশ্যে বাসযোগে রওয়ানা দেন। মোহাম্মদ হোছাইনের ভগ্নিপতি তাকে ওই গাড়িতে তুলে দেন। পরে দুর্ঘটনার খবর আসলে মোহাম্মদ হোছাইনকে কল করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়- তিনি (হোছাইন) সেই বাসে উঠেছিলেন এবং বাসটিই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছে।

২৭ মার্চ সোমবার সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে অন্তত ২২ যাত্রী নিহত হন। আহত হন আরও ২৭ জন। এছাড়া বাসটিতে মোট ৪৭ যাত্রীর মধ্যে ৩৫ জনই বাংলাদেশি ছিল। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ