• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৯:০৬ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৯:০৬ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুর হাসপাতালে শুরু হয়েছে বৈকালিক চেম্বার

৩১ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৭:৫৭

মধুপুর হাসপাতালে শুরু হয়েছে বৈকালিক চেম্বার

হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরকার চিকিৎসা সেবায় নতুন দিগন্তের যাত্রা শুরু করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নির্ধারিত সময়ের পরেও বৈকালিক চিকিৎসা সেবা দিতে সারাদেশে ২০টি সরকারি হাসপাতালে শুরু হলো বৈকালিক চেম্বার।

সরকারি হাসপাতালে বিকেল ২টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈকালিক চেম্বারে স্বাস্থ্য সেবা নেওয়ার নতুন যাত্রা শুরু হলো। সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চালু হলো এ বৈকালিক চেম্বার।

৩০ মার্চ বৃহস্পতিবার বেলা আড়াই টায় ভার্চুয়ালি এ বৈকালিক চেম্বারের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

টাঙ্গাইলের মধুপুরে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এসময় চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ডা. অতসী চন্দ প্রথম সেবা প্রদান করে ১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকার নির্ধারিত ফি দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবে জনগণ।

১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিকল্পন কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, সারাদেশে ২০টি সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার চালু করেছে সরকার। এর মধ্যে টাঙ্গাইলের ১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে ঝুটের পাঁচটি গুদাম পুড়ে ছাই
২৬ এপ্রিল ২০২৪ সকাল ১১:০৯:৫৬