• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫১:০৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫১:০৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুর প্রেসক্লাবের পাঠাগারকে সমৃদ্ধ করতে ৫ শতাধিক বই হস্তান্তর

২৫ মার্চ ২০২৩ দুপুর ১২:৫৯:১৫

মধুপুর প্রেসক্লাবের পাঠাগারকে সমৃদ্ধ করতে ৫ শতাধিক বই হস্তান্তর

হাবিবুর রহমান, মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের গ্রন্থাগারের জন্য পাঁচ শতাধিক বই হস্তান্তর করলো অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ’।

২৪ মার্চ শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বই হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ের কো অর্ডিনেটর ড. আবু হাদী নুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. উত্তম কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও  মধুপুর প্রেসক্লাবের সাবেক  সভাপতি বজলুর রশীদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ।  অনুষ্ঠানে বক্তৃতা করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ প্রমুখ।

আয়োজক সংগঠনের মডারেটর খন্দকার ইসতিয়াক আহমেদ সজীব মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য ও বিগত ১২ বছরের সাংগঠনিক কর্মকাণ্ড, মানবিক ইভেন্টের চিত্র তুলে ধরেন। এতে আর্থিক মূল্যমানে প্রায় ২৫ লাখ টাকার মানবিক কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, মধুপুর প্রেসক্লবের গ্রন্থাগার ও মধুপুরের সাংবাদিকদের সমৃদ্ধ করতে গত ফেব্রুয়ারিতে ভার্চুয়াল সংগঠন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ বিশেষ ইভেন্ট ঘোষণা করা হয়। সংগঠনের নির্বাহী প্রধান জাপান প্রবাসী হারুন অর রশীদের নেতৃত্বে দেশ-বিদেশে অবস্থান করা সচেতন নাগরিকদের কাছ থেকে গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষ প্রকাশনাসহ গুরুত্বপূর্ণ বই মাসব্যাপী সংগ্রহ হয়। ৫৮৪টি বই সংগ্রহ শেষে স্বাধীনতার মাসে এগুলো তারা হস্তান্তর করে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০