• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ বিকাল ০৪:৫৮:১৪ (28-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ বিকাল ০৪:৫৮:১৪ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

২৪ মার্চ ২০২৩ দুপুর ১২:১১:২৭

শিবচরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

 মো. রুবেল আহমেদ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক পল্লী চিকিৎসক কামরুজ্জামান মুন্সী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। ২৩ মার্চ বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল, ফায়ার সার্ভিস ও নিহতের আত্মীয় স্বজনদের সূত্রে জানা যায়, ভোরে ভায়রা জাহিদের মোটরসাইকেল করে কামরুজ্জামান তাবলীগ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। কামরুজ্জামান পাচ্চর পর্যন্ত গিয়ে বাসে যাবে তাবলীগে আর জাহিদ তার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার কথা ছিলো। মোটরসাইকেলটি শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কে শিবচরের শেখপুর মৃর্জারচর নামক স্থানে আসলে এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো- ট ১৮- ৩১৩২ মোটরসাইকেল চালক কামরুজ্জামান ঘটনাস্থলেই মারা যায়।

সূত্রে আরও জানা যায়, অন্য আরোহী জাহিদ হাসান গুরুতর আহত হয়। আহত জাহিদ ও কামরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কামরুজ্জামান আগেই মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। জাহিদ হাসান চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

নিহতের মামা শ্বশুর ইমরান হোসেন বলেন, আমার ভাগনি জামাই সকালে তাবলীগ জামাতে যাওয়ার জন্য আরেক ভাগনি জামাইকে নিয়ে রওনা হন। কামরুজ্জামান পাচ্চর পর্যন্ত গিয়ে বাসে যাবে।আর জাহিদ তার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার কথা ছিলো। কিন্তু সেতো আর যেতে পারলো না।

শিবচর ফায়ার সার্ভিসের লিডার তরুণুর রশিদ খান জানান, ভোরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
২৮ মার্চ ২০২৪ বিকাল ০৪:১৫:৩৩



জিপিস্টার গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার
২৮ মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৬:৫১




জাবির শেখ রাসেল হলে গণরুমের ছড়াছড়ি
২৮ মার্চ ২০২৪ বিকাল ০৩:৩২:১৫