• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫৫:০৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫৫:০৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুতুবদিয়ার বসতভিটা জবর দখলের পায়তারা!

২২ মার্চ ২০২৩ বিকাল ০৫:২১:৩২

কুতুবদিয়ার বসতভিটা জবর দখলের পায়তারা!

মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের মিয়ার পাড়া এলাকায় এক অসহায় পরিবারের বসতবাড়ি জবর দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে।

বসতভিটার মালিক কবির আহমদের পুত্রের স্ত্রী রেহেনা বেগম বিগত ৩০ বছর থেকে ওই বসতভিটা দখলে বসবাস করছেন। এ অবস্থায় স্থানীয় প্রভাবশালী লিয়াকত আলী, মোরশেদ আলম, রাশেদা বেগম ও জেসমিন আকতাররা ওই বসতভিটা দখলের ষড়যন্ত্র করছে। এর প্রেক্ষিতে অসহায় পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতে ২২০/২৩ নং একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে মামলার তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশিথানার অফিসার ইনচার্জকে শান্তি-শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন।

২২ মার্চ বুধবার সকাল বেলা ১১টায় ভূমি অফিসের সার্ভেয়ার ঘটনাস্থলে মামলা তদন্ত করতে গেলে ওই প্রভাবশালীর নেতৃত্বে প্রায় শতাধিক লোক জড়ো করে তদন্তকাজে প্রভাব বিস্তারের অপেচষ্টা চালান। এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে আশপাশের লোকদের স্বাক্ষী প্রদানে বাঁধা দেয়ার অপচেষ্টা করে।

মামলা সূত্রে জানা যায়, অসহায় পরিবারের কবির আহমদের ওয়ারিশ সূত্রে তাঁর ছেলে আব্বাস উদ্দীন গং বসতভিটাটি দখলে নেন, যার বিএস ১৪৪১ নং খতিয়ানে ৩৪ শতক জায়গার মধ্যে নালিশি জমি ১৬ শতক বিচারাধীন আছে। ১০৩৫৬ দাগের পরিবর্তনের ১০৪১৭ দাগে ১১ শতক বিবাদীগণ দখলে আছে। অন্যদিকে ১০৪৩২ দাগের মধ্যে ৪ শতক ও ১০৪৩০দাগের ২ শতকসহ মোট ১৭ শতক অনালিশি জমি দখলে আছে লিয়াকত আলীদের। অবশিষ্ট ১৮ শতক নালিশি জমি ফিরোজ আহমেদ ওয়ারিশগণ পিতা জীবিত থাকা অবস্থায় ১১৪২ খতিয়ানে মো জকরিয়ার ওয়ারিশগণ ২২ শতক জমির পরিবর্তে ১৭ শতক জমি দখলে আছে।

এ বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন পেশ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১